মেয়রপ্রার্থী আকবর হোসেন চৌধুরীর গণসংযোগে বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিক
॥ নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন রাঙ্গামাটি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচারণায় নামলেন বঙ্গবন্ধুর দৌহিত্র, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।
শুক্রবার (৫ ফেব্রুয়ারী) পৌরসভার ৭নং ওয়ার্ডের বনরুপা, কাটাপাহাড়া, বনরুপা বাজারসহ বিভিন্ন সড়কের ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের বিশ্বাসী। জনগণকে দেওয়া কথা রাখতে কখনোই ভুল করেনি আওয়ামী লীগ। তাই রাঙ্গামাটি শহরের উন্নয়ন অব্যাহত রাখতে ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন,তিনি নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন।
এ সময় প্রচারণায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা ছাত্ররীগের সহসভাপতি পলাশ বড়ুয়া, ফোরকান আহমেদ নাফিন, যুগ্ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (বাবু), সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু, রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখসহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রাহমানের নানা। এছাড়াও তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ভ্রাতুষ্পুত্র।