[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

মেয়র পদে আবারো নির্বাচিত হলে অসমাপ্ত পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস আকবরের

৭৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ আকবর হোসেন চৌধুরী বলেছেন,২০১৫ সালে পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর রাঙ্গামাটির শহরের বিভিন্ন এলাকায় প্রায় ৭১ কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। ২০২০ সালে করোনার কারণে পৌরসভার অধিকাংশ উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। এরমধ্যে ২০২০-২১ অর্থ বছরে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় বেশকিছু গুরত্বপূর্ণ নিমার্ণ কাজ শুরু হয়েছে। এবারও যদি তিনি মেয়র পদে নির্বাচিত হন,তাহলে বিগত সময়ের অসমাপ্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ১৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাজী মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর এবং পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলাইমান প্রমূখ।

মেয়র প্রার্থী আকবর বলেন, রাঙ্গামাটি শহরকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধন অটুটু রেখে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি পর্যটন শহররূপে গড়ে তোলা হবে। এছাড়াও বিগত সময়ে রাঙ্গামাটি পৌরসভার অধীনে শহরে ৯টি ওয়ার্ডে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করা হয়েছে,তাও তোলে ধরেন তিনি।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর কাছে একটি কেন্দ্রও ঝুঁকিপূর্ণ নয়। তিনি মনে করেন, নির্বাচনে যেহেতেু প্রশাসন ও পুলিশ বাহিনী রয়েছে,এখানে সেনা মোতায়নের কোন প্রয়োজন মনে করেন না তিনি। তিনি আশা করেন,এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে হবে। তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে তিনি জানান।

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে এর ব্যাপার প্রশ্ন করা হলে,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ হাজী মোঃ মুছা মাতব্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি তাঁর ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে। তাকে কি দল থেকে বহিস্কার করা হবে নাকি রাখা হবে সেদিনই সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।