মাটিরাঙ্গায় আচরন বিধি লঙ্গনের দায়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
আসন্ন মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার মেয়র প্রার্থী মোঃ সামছুল হক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. এমরান হোসেনকে পৃথকভাবে ১৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ও সন্ধ্যার দিক উক্ত জরিমানা করেন খাগড়াছড়ি জেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ মেহেদী হাসান শাকিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্গন করে নৌকা সমর্থিত প্রার্থী মোঃ সামছুল হক বিশাল শোডাউন দিয়ে প্রচারনা করার দায়ে স্থানীয় সরকার ও পৌর আইনের ৩১ ধারায় ১০ হাজার টাকা এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ এমরান হোসেন সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক পূূর্বানুমতি ব্যতিত পথসভা করার দায়ে স্থানীয় সরকার ও পৌর আইনের ৯এর ২১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া মাটিরাঙ্গায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।