লংগদুতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে শিশুর মৃত্যু
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মোঃ তামিম হোসেন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বগাচত্ত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বুধবার সকালে মায়ের কাজের ফাঁকে কাপ্তাই হ্রদের পাড়ে খেলতে যায় শিশু তামিম হোসেন। খেলার ছলে এক পর্যায়ে হ্রদের পানিতে পড়ে ডুবে যায় সে। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর কাপ্তাই হ্রদ থেকে তাকে উদ্ধার করে উপজেলার রাবেতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু বগাচত্ত্বর ইউনিয়ন পরিষদের ম্যারিশ্যাচর এলাকার সাবেক চেয়ারম্যান আব্দুল গফফার ভুঁইয়ার নাতি এবং মোঃ আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার ভূঁইয়া জানান, আমরা সকলে বাড়িতেই ছিলাম। কখন যে চোখের আড়ালে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তা বুঝতে পারিনি।
এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।