[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

গুইমারায় বাল্য বিবাহের আয়োজন করায় কনের বাবার জরিমানা

৬৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বিয়ের সকল আয়োজন সম্পন্ন। বরযাত্রীর অপেক্ষায় কনে পক্ষের পরিবার ও পরিবারের আআত্মীয় স্বজন। বরপক্ষ আসলেই শুভ কাজ অনুষ্ঠিত হবে। কিন্তু ঠিক তখনই কনের বয়স কম এমন গোপন সংবাদ পেয়ে হাজির গুইমারা উপজেলার কালাপানি গ্রামের জালাল উদ্দীন’র বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ।

পরে কনের স্কুল সার্টিফিকেট ও জন্মনিবন্ধন দেখে বয়স যাচাই বাছাই করে বয়স কম তার সত্যতা মিলে। ফলে বিয়ের আয়োজন করায় কনের পিতা জালাল উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায় বুধবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে জালাল উদ্দীনের মেয়ে জয়নব বিবির সাথে একই উপজেলার সিন্দুকছড়ি গ্রামের বাবুল’র ছেলে আবু বকর’র সাথে পারিবারিক ভাবে বিবাহের আয়োজন করে পরিবার।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ জানান, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জয়নব বিবির ১৫ বছর বয়সেই বিবাহ আয়োজন করায় ২০১৭ সালের বাল্য বিবাহ নিরোধ আইনের ৮ ধারায় অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা আইয়ুব আলী মেম্বার, জালিয়াপাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের, হাফছড়ি ইউপি সদস্য আরমান হোসেন উপস্থিত ছিলেন।