বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১
॥ আকাশ মার্মা মংসিং ,বান্দরবান ॥
বান্দরবান সদর উপজেলার বড়ুয়ার টেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে রাহুল বড়ুয়া নয়ন (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (৩১জানুয়ারি) দিবাগত রাতে এই র্দুঘটনাটি ঘটে। নিহত রাহুল বড়ুয়া নয়ন বান্দরবানের ৫ নম্বর ওয়ার্ডের সুনীল বড়ুয়ার ছেলে। তিনি প্রাইভেটকারটির চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে নয়ন তার বন্ধুদের প্রাইভেটকারে নিয়ে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে এক বন্ধুকে আনতে যাচ্ছিলেন। পথে বড়ুয়ার টেক এলাকায় নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন চালক নয়ন এবং গাড়িতে থাকা পাঁচ বন্ধু আহত হয়েছে বলে জানা গেছে।
বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বান্দরবান হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।