[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় সাড়ে ৬ লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসখাগড়াছড়ির রামগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতারদীঘিনালায় নবাগত ইউএনও শান্তি ও উন্নয়নে সবার সহযোগীতা চাইলেনবান্দরবানের আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু, চার বন্ধু আটকদীঘিনালায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাও মারা গেলখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন
[/vc_column_text][/vc_column][/vc_row]

জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ‘স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরী’র শুভ উদ্বোধন

৯৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে এই প্রথম উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন ‘স্মার্ট মানিকছড়ি’র উদ্যোগে একটি পাবলিক লাইব্রেরীর আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা টাউন হল কক্ষে লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়।

কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া উপজেলার একঝাঁক তরুণ শিক্ষার্থীদের সম্বনয়নে মানবিক ও সামাজিক কাজের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে ‘স্মার্ট মানিকছড়ি’ নামের একটি সামাজিক সংগঠনের। অবশেষে উপজেলা প্রশাসন, সুশীল সমাজ’র সহযোগিতা নিয়ে মানিকছড়ি পাবলিক লাইব্রেরী গড়ার উদ্যোগ নিলে তাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল ব্যক্তিরা এগিয়ে আসেন।

উপজেলা টাউন হলের একটি কক্ষে ‘স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরী’ ও আত্মপ্রকাশ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদ্বোধক ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন,সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা, অফিসার ইনচার্জ আমির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার বীর মক্তিযোদ্ধা মোঃ সফিউল আলম চৌধুরী, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাংবাদিক আবদুল মান্নান, স্মার্ট মানিকছড়ি’র সভাপতি মোঃ শরীফ হোসেনসহ স্মার্ট মানিকছড়ি’র সকল সদস্যরা।

পরে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, মোঃ আতিউল ইসলাম, ইউএনও তামান্না মাহমুদ ও প্রধান অতিথি মোঃ জয়নাল আবেদীন। বক্তারা বলেন, বই মানুষকে আলোকিত করে,এটি জ্ঞানের প্রতীক, হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের পথপ্রদর্শক, নদীর দু’কূলে বসবাসরত জনগোষ্টিকে একটি ব্রীজ বা সেতু যেমন বন্ধন তৈরিতে ভূমিকা রাখে, ঠিক তেমনি বই মানুষকে ইতিহাস-ঐতিহ্য জানতে সেতুর ভূমিকা পালন করে। এই স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরী এই জনপদে জ্ঞানের আলো ছড়িয়ে মানুষকে আলোকিত করবে এমটাই সকলের প্রত্যাশা। পরে অতিথিরা কেক ও পিতা কেটে লাইব্রেরী উদ্বোধন করেন। পরে তিনটহরী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মুক্তিযোদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্ধশত বই উপহার হিসেবে লাইব্রেরীতে হস্তান্তর করেন।