ভোটারগণ কেন্দ্রে যাইলেও গোল না যাইলেও গোল হইবে
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। এই শীতে কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে। কারেন্ট শীতে নাকি ব্যাটা কোভিট পোক্ত হইবে। এই বজ্জাতের হাড্ডি অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। পৃথিবীর লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই হুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুইতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড় নদী নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…
আমাগো মন্ত্রী বীর জেঠা কহিলো, তিন পাহাড়ের চল্লিশ হাজার পরিবারকে আলোকিত করিতে সোলার দেয়া হইবে। শিক্ষার আরো বেশী উন্নয়নে হ¹ল উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হইবে। মেধা পোরা মাইয়াগোরে দুই কুটি টাকা বৃত্তি দেয়া হইয়াছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন চলমানই থাকিবে। কথা হইলো উন্নয়ন ব্যাপক হইতেছে তয় যেইসব স্থানে অবনতি ঘটাইয়াছে সেইসবের কি হইবে, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলো, বান্দরবানের লামায় কিশোরী ধর্ষণ ঘটনায় মোটর সাইকেল চালক আরাউদ্দিনকে পুলিম আটক করিয়াছে। কিশোরীকে চকরিয়া লইয়া যাইবার কথা বলিয়া পরে একটি দূর্গম রাবার বাগানে নিয়া ভয়ভীতি দেখাইয়া ধর্ষণ করে পরে কিশোরী চিৎকার করিলে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। ঘটনার খবর পাইয়া কিশোরীর পরিবার মামলা করিলে সমবার পুলিশ ধর্ষককে আটক করে। ব্যাটা বদমায়েশকে ঝুলাইয়া মরনের দরকার, চিন্তায় আছি…
বিমল জেঠা কহিলো রাঙ্গামাটির কুতুকছেিড়ত বেইলী ব্রীজ ভাঙ্গিয়া ট্রাক চালকসহ তিন জনের প্রাণ গিয়াছে। জেঠা-জেঠিরা কহিলো গেল মঙ্গলবার সকালে অতিরিক্ত মালামাল লইয়া ব্রীজ পার হইবার সময় এই দূর্ঘটনা ঘটাইয়াছে। সড়ক বিভাগ অতিরিক্ত মালামাল বোঝাই না করিতে সাইনবোর্ড দিলেও আইনী কোন ব্যবস্থা নাই। ট্রাক ড্রাইভাররাও ভাবিয়াছে নিজের পিটেতো নয় গাড়ীর পিটেই মাল চড়িবে তয় ইচ্ছেমতন লইলে কি হইবে। কথা হইলো সড়কের আইন আছে তয় কাজে কামে নাই, চিন্তায় আছি…
রিকা জেঠি কহিলো করোন-১৯ ঠেকাইতে সরকার লকডাউন দিয়া হ¹ল শিক্ষা পুতিষ্ঠান বন্ধা রাখিলেও এখন পোলা-মাইয়া পড়া লেখা না করিয়া এখন পুরো বছরের বেতন গুনিতেছে। মানুষ দুঃখে মরিতেছে তাইনেরা বেতন গুনিতে চাহিতেছে। সরকারের উচিৎ এইসব বেতন কার্যক্রম বন্ধ করিতে ওয়ার্ডার দেওনের। কথা হইলো আমাগো শিক্ষা প্রতিষ্ঠানের এইসব বিষয় লইয়া ভাবনের দরকার। না পড়িয়াও যদি বেতন গুনিতে হয় তয় আপুত্তিতো উঠিবেই, চিন্তায় আছি…
সৈয়দ জেঠা কহিলো, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামাদাম ক্রয় ক্ষমতার বাহিরে চলিয়া যাইতেছে। দেশের আপামর জেটা-জেঠিরা এই দাম লইয়া চোখে শষ্যের ফুল দেখিতেছে। এমনিতইে পিঁয়াজেই বহুত দিন ধরিয়া ছেঁচিয়া যাইতেছে, তার মইধ্যে চাইলের দাম বাড়িয়া ভাত ফুটাইতে পারিতেছে না। এই সবের লাগাম টানিয়া ধরিতে ব্যর্থ বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ চাহিয়াছে। গেল বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা বিএনপির নেতা-নেতৃরা তাইনের পদত্যাগ দাবি করিয়াছে। বাণিজ্যমন্ত্রী শক্ত হইতে না পারিলে আমামীলীগের ভক্তের সংখ্যা পিছ টান ধরিবে, চিন্তায় আছি…
আকাশ জেঠা আবারো কহিলো এইবার বান্দরবানের নাইক্ষ্যছড়িতে সাড়ে ৯ হাজার পিচ ইয়াবা সহ সেলিম জেঠা ধরা খাইয়াছে। আমাগো বিজিবির সদস্যরা গোপন সংবাদ পাইয়া আদর্শগ্রাম এলাকায় তল্লাসী চালাইয়া এই চালান ধরিয়াছে। বান্দরবানের পাহাড় পর্বতে ইয়াবার কারবারীরা গোপনে সোপনে তাঁগো ব্যবসা করিয়াই যাইতেছে। আইনসৃংখলাবাহিনীর সদস্যরা কারেন্ট জাল বাসাইলেই বাঘব বোয়াল ধরা পড়িবে, চিন্তায় আছি…
সোহেল জেঠা কহিলো, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কারবারী পাড়ায় ট্রাক্টরের চাপায় ছোট্ট সুজন জেঠার প্রাণ গিয়াছে। এই ঘটনায় পুলিম ড্রাইভারকে আটক করিয়াছে। গ্রামে গঞ্জে দেখা যায় পোলাপাইন খালি দিকবিদিক চুােটছুটি করে বাবা-মা’রা খবরও রাখে না। কথা হইলো এই ব্যটা কচ্ছপ গতি ট্রাক চাইলায় যদি মানুষ মারিয়া বসে তয় দ্রুত গতির গাড়ি চালাইলে জাতিও পিষিয়া মারিবে, চিন্তায় আছি…
হোসেন জেঠা কহিলো, ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের কর্মস্থলেও না থাকিয়া বেতনে ভোগ করিতে। তার মইধ্যে বহুত নয়ছয়ও হইতেছে। দেশের বিভিন্ন জাতিগোষ্টীর শিশু শিক্ষা লইয়াও তালিমালি। শিক্ষা প্রতিষ্ঠান লইয়া দুর্নীতিবাজগোর বিরুদ্ধে কড়া অভিযান চালনের দরকার, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো কাপ্তাই উপজেলায় আবারো বন্য হাতির আক্রমনে তিন গ্রামবাসী গুরুতর আহত হইয়াছে। রাইখালীর পূর্ব কোদালা ইউনিয়নে বন্য হাতি ঢুকিয়া ক্ষুদ্র নৃ-জাতিগুষ্ঠির তিন জনকে বেদম আঘাত করিয়াছে। আহতরা বর্তমানে খ্রীষ্ঠিয়ান হাসপাতালে ভর্তি হইয়াছে। কথা হইলো মনব সমাজের েেজঠা জেঠিগোর অত্যাচারে অতিষ্ট হইয়া বন্যপ্রাণীরাও এখন উল্টো অত্যাচার চালাইতেছে। কথা হইলো তাঁগো বন-জঙ্গল আর জায়গাজমি দখরমুক্ত রাখিতে হইবে, চিন্তায় আছি…
আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো পৌরসভার ইলেকশন লইয়া বহুতের ফিরিকশন চুইংগামের মতন লম্বা হইতেছে। নেতারাও ফাইট করিতেছে চেয়ার দখলের জইন্য। লেদু কহিলো গেল পাঁচ বছরের মইধ্যে বহু অলিগলিতে গর্তও রহিয়াছে, খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া থাকিলে পৌর নয় হ¹ল ইলেকশনেই চেয়ার পাওন মুশকিল হইয়া পড়িবে। আছমকা নগরের জেঠা-জেঠিরে বুকে টানিয়া নির্বাচনী বৈতরনী পার হওনের সময় শেষ হইতেছে। লেদু কহিলো দলের হোক আর স্বতন্ত্র হোক সৎ ব্যক্তিরেই ভোট দিতে হইবে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে। লেদু নাকি ভোটও দিবে আবার বাক্সও পাহাড়া দিবে, ভোট চুরি করিলে নাকি খবর আছে, চিন্তায় আছি…
নগর জেঠা-জেঠিরা কহিলো এই রাঙ্গামাটিতে নাকি এইবার উপযুক্ত প্রার্থী নাই, আমামীলীগ দলের নীতি নির্ধারনীগোর বিচক্ষনতার অভাবে খালি ফিল্ড তৈরী হইয়াছে। সরকার দলের প্রার্থীর ভোটারগণ কেন্দ্রে যাইলেও গোল না যাইলেও গোল হইবে। বহুতে কহিলো মাদার ডিষ্ট্রিক্টের শক্ত প্রতিদ্বন্ধী নাই, নির্বাচনের পরিবেশও ভালো নাই তয় দিন তারিখ পিছানোরও দরকার, চিন্তায় আছি…
ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
১৭ জানুয়ারী, ২০২১ খ্রিঃ