[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
প্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

জুরাছড়ি উপজেলায় উন্নয়নের অগ্রগতি থেমে থাকবেনা : দীপংকর তালুকদার

৪৩

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, জুরাছড়ি উপজেলায় উন্নয়নের অগ্রগতি থেমে থাকবেনা। বিগত সময়ে জুরাছড়ি কোন অবস্থায় ছিল আর বর্তমান সময়ে কি অবস্থায় আছে তা নিয়ে অনুভব করে দেখার জন্য জনগণের প্রতি অনুরোধ করেন।

রবিবার (৩ জানু) সকালে জুরাছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাদল চন্দ্র দে, সদস্য ঝর্ণা খীসা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সাবেক পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি থানার ওসি শফিউল আজম, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি চারু বিকাশ চাকমা, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিরন্তন চাকমা, সুবলং খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম চন্দ্র চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীপংকর তালুকদার এমপি বলেন, রাজনীতি করা প্রত্যেকের অধিকার আছে। জুরাছড়িতে বিগত সময়ে রাস্তাঘাট উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং প্রকল্প বাস্তবায়নও হয়েছিল। কিন্তু তা বাঁধা প্রদান হওয়ায় কাজ করা সম্ভব হয়নি। তাই জুরাছড়ি উপজেলার জনগণের প্রতি উন্নয়নের মনোভাব নিয়ে এগিয়ে এসে সহযোগীতা করার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে পরিষদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বর্তমান সরকার দেশের অন্যান্য জেলার ন্যায় রাঙ্গামাটি জেলার অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কৃষিসহ সকল বিষয়ে উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে বিনামূল্য বই বিতরণ, শিক্ষাবৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ’সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের একক প্রচেষ্টা নয় অভিভাবক, শিক্ষক’সহ সকলকে এর উন্নয়নে এগিয়ে আসতে হবে।

এর আগে সংসদ সদস্য দীপংকর তালুকদার এবং চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী পরিষদের অর্থায়নে নির্মিত সুবলং খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন। এরপর জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে অতিথিবৃন্দ জুরাছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান করেন এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।