দেওয়ানছড়ায় সেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরন
॥ মিল্টন চাকমা,মহালছড়ি ॥
রাঙ্গামাটির নানিয়ারচর ও খাগড়াছড়ির মহালছড়ি সীমান্তবর্তী উপজেলার দুর্গম জনপদ দেওয়ান ছড়া ও আশেপাশের গ্রামের ছিন্নমুল-অসহায়-দুস্থ ও শিতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন রাঙ্গামাটি জেলার স্থানীয় কয়েকটি স্বনামধন্য সেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে দেওয়ানছড়া গ্রামে গিয়ে উন্মেষ, জুবদা, সাবাঙ্গী ও সিএইচটি রিসাইকেল বিন নামের সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দদের উপস্থিতিতে শতাধিক ছোট বড় নারী ও পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরন কালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শীতবস্ত্র বিতরনের মাধ্যমে প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষদেরকে উষ্ণ ভালোবাসা জানাতে সংগঠনগুলো থেকে এ উদ্যেগ নেয়া হয়েছে। সংগঠনগুলো জন্মলগ্ন থেকেই দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠির গরীব ও অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে জানান সংগঠনের নেতৃবৃন্দরা।