শিরোনাম
বান্দরবানের লামায় ৬ ইটভাটার মালিককে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণখেলাধুলায় সমগ্র বাংলাদেশে কাপ্তাই উপজেলার যথেষ্ট সুনাম রয়েছেস্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করা একটি দল আজও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেগুজব প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: কাপ্তাই ইউএনওখাগড়াছড়ির দীঘিনালা হাসপাতালে বিডিক্লিনিক এর দিনব্যাপী পরিচ্ছন্ন অভিযানবান্দরবানের থানচিতে ভিজিডি-ভিডব্লিউবি সঞ্চয়ের টাকা ফেরত না পাওয়ার অভিযোগখাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাঁটায় এক লক্ষ টাকা জরিমানাকাপ্তাই উপজেলার চিংম্রং বুদ্ধ বিহাওে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপনবান্দরবানের লামায় বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড সহ স্কেভেটর জব্দ

বান্দরবানের লামায় ৬ ইটভাটার মালিককে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
পাহাড় কেটে ইট প্রস্তুত করার অপরাধে লামায় ৬ ইটভাটাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা মৌজায় এবং ফাইতং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) লামা রুবায়েত আহমদ। তিনি জানান, অভিযানকালে সর্বমোট ৬টি ইটভাটাকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে তা ব্যবহারের অপরাধে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডারোপ করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইয়াংছা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে ইয়াংছা এলাকায় দণ্ডপ্রাপ্ত ইটভাটাসমূহ হল, পিবিএন, বিএনবি এবং ফাইতং ইউনিয়নে দণ্ডপ্রাপ্ত ইটভাটাসমূহ হল, ওয়াইএসবি, বিএমডব্লিউ, ফোরবিএম, ইউবিএম।