শিরোনাম
বান্দরবানের লামায় ৬ ইটভাটার মালিককে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণখেলাধুলায় সমগ্র বাংলাদেশে কাপ্তাই উপজেলার যথেষ্ট সুনাম রয়েছেস্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করা একটি দল আজও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেগুজব প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: কাপ্তাই ইউএনওখাগড়াছড়ির দীঘিনালা হাসপাতালে বিডিক্লিনিক এর দিনব্যাপী পরিচ্ছন্ন অভিযানবান্দরবানের থানচিতে ভিজিডি-ভিডব্লিউবি সঞ্চয়ের টাকা ফেরত না পাওয়ার অভিযোগখাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাঁটায় এক লক্ষ টাকা জরিমানাকাপ্তাই উপজেলার চিংম্রং বুদ্ধ বিহাওে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপনবান্দরবানের লামায় বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড সহ স্কেভেটর জব্দ

খেলাধুলায় সমগ্র বাংলাদেশে কাপ্তাই উপজেলার যথেষ্ট সুনাম রয়েছে

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাই উপজেলায় স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৫নভেম্বর) বিকাল ৪টায় শিলছড়ি প্যারাডাইসে এ সংবাদ সম্মেলন করা হয়।

কাপ্তাই উপজেলার ক্রীড়ামোদী সর্বস্থরের জনগণ, সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ দিলদার হোসেন। এসময় তিনি বলেন, খেলাধুলায় সমগ্র বাংলাদেশে কাপ্তাই উপজেলার যথেষ্ট সুনাম রয়েছে। আন্তর্জাতিক, জাতীয় এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে কাপ্তাইয়ের সন্তানরা সুনামের সাথে খেলে আসছেন। রাঙামাটির মারী স্টেডিয়াম যার নামে করা হয়েছে তিনি কাপ্তাইয়ের সন্তান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, একটি মহল চায়না কাপ্তাইয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হউক। সরকার যখন কাপ্তাই উপজেলায় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, তাই কাপ্তাই উপজেলায় যেন এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার দাবি জানাই।

কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃতি খেলোয়াড় আনিছুর রহমান এর উপস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ মোঃ জাহঙ্গীর আলম, মাহাবুব হাসান, ক্রীড়া সংগঠক ও চম্পাকুড়ি খেলাঘর আসর এর সহ সভাপতি জাকির হোসেন,সাবেক মেম্বার একরাম হোসেন, বিশিষ্ট রেফারি ও ক্রীড়া শিক্ষক আব্দুল কাদের, শীলছড়ি দি রয়েল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, সাবেক কৃতি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মোঃ জাকির হোসেন, যুব সংগঠক মোঃ ইব্রাহীম, মোহাম্মদ মাসুদ ও ইউসুফ প্রমূখ।