শিরোনাম
বান্দরবানের লামায় ৬ ইটভাটার মালিককে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণখেলাধুলায় সমগ্র বাংলাদেশে কাপ্তাই উপজেলার যথেষ্ট সুনাম রয়েছেস্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করা একটি দল আজও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেগুজব প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: কাপ্তাই ইউএনওখাগড়াছড়ির দীঘিনালা হাসপাতালে বিডিক্লিনিক এর দিনব্যাপী পরিচ্ছন্ন অভিযানবান্দরবানের থানচিতে ভিজিডি-ভিডব্লিউবি সঞ্চয়ের টাকা ফেরত না পাওয়ার অভিযোগখাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাঁটায় এক লক্ষ টাকা জরিমানাকাপ্তাই উপজেলার চিংম্রং বুদ্ধ বিহাওে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপনবান্দরবানের লামায় বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড সহ স্কেভেটর জব্দ

খাগড়াছড়ির দীঘিনালা হাসপাতালে বিডিক্লিনিক এর দিনব্যাপী পরিচ্ছন্ন অভিযান

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বর্জ্য পরিছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। দিনব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) এ পরিচ্ছন্নতা চালানো হয়। বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ অভিযান। এতে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। হাসপাতালের আবাসিক এলাকা, ড্রেন ও ক্যাম্পাসে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে হাসপাতাল প্রাঙ্গণকে পরিচ্ছন্ন করে তোলেন তারা।

বিডি ক্লিনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশনে সমস্যা ও দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছিল। তাই স্থানীয় মানুষকে সচেতন করা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন, ‘বিডি ক্লিনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন কাজ সমাজে ইতিবাচক বার্তা দেয়।

বিডি ক্লিন দীঘিনালা উপজেলা সমন্বয়ক মেহেদী হাসান বলেন, ‘দীঘিনালা হাসপাতালের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে আমরা পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা বিডি ক্লিনের উপদেষ্টা ও দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে.এম. বদিউজ্জামান, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার সোহানুর রহমান, খাগড়াছড়ি বিডি ক্লিনের সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল, সহ-সমন্বয়ক ইব্রাহিম খলিল শান্ত, লজিস্টিক সমন্বয়ক আমজাদ, সদস্য তাসলিমা আক্তার আখি আক্তার প্রমুখ।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কল্পরঞ্জন চাকমা বলেন, আগে হাসপাতাল এলাকায় ময়লার গন্ধে থাকা দায় ছিল। এখন চারপাশ পরিষ্কার হয়ে অনেকটা স্বস্তি মিলেছে।