বর্ণাঢ্য আয়োজনে মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস উদযাপন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লাহ এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তামিম। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা কাঠব্যবসায়ী সমিতি ও পৌর বিএনপি সভাপতি শাহজালাল কাজল, সিএনজি চালক সমবায় সমিতির সভাপতি আক্তার হোসেন, মাটিরাঙ্গা আদর্শ ট্রাক ও মিনি ট্রাক চালক সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক সেলিম ভুইয়া, কুষ্ঠপ্রতিবন্ধী সমবায় সমিতি লি. এর সভাপতি লতাচান ত্রিপুরা, ফ্রেন্ডস ২০০০ কর্মজীবী সমবায় সমিতি সভাপতি ফরকান উদ্দিন এবং মাহেন্দ্র ও অটোরিকশা সমিতির সভাপতি আব্দুল ওহাব সরকার প্রমুখ।
সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, মাটিরাঙ্গায় ১২২টি সমবায় সমিতি স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে কৃষি, মাছ ও মাশরুম চাষসহ বিভিন্ন উদ্যোগে কাজ করছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখবে। পরে ব্যবসা ও গৃহনির্মাণ খাতে ঋণ প্রদান এবং সফল সমবায় সংগঠকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।