[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
জেলা পরিষদের উদ্যোগে মাটিরাঙ্গায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তাখাগড়াছড়ির দীঘিনালায় দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্বাররাঙ্গামাটির রাজস্থলীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতম্রোদের জায়গায় রিসোর্ট করতে উইচারা ভান্তে ও হেডম্যান মংক্যনু’র নেতৃত্বে সন্ত্রাসী তান্ডবও চালায়যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোয়াংছড়ি হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণভালোবাসার টানে রুরাম ম্রো বিয়ে করলো লামার টনি ত্রিপুরাকেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে চোলাই মদ উদ্ধারখাগড়াছড়িতে পানছড়িতে বিরল তক্ষক সহ ৪ জন আটককাপ্তাই বিএসপিআই এ বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনলংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
[/vc_column_text][/vc_column][/vc_row]

জেলা পরিষদের উদ্যোগে মাটিরাঙ্গায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পাহাড়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মাটিরাঙ্গায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও কম্পিউটার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯অক্টোবর) সকালে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য মোঃ সহিদুল ইসলাম সুমন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ নুরুল আবছার, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্লাহ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল ও গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জয়নুল আবেদীন প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইউএনও মাহমুদুর রহমান পার্বত্য জেলা পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও কম্পিউটার বিতরণ করেন।