লংগদুতে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদু সরকারি মডেল কলেজ এর আয়োজনে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭অক্টোবর) বেলা ১১ টায় লংগদু সরকারি মডেল কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওসমানী গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোন অধিনায়ক লে. কর্ণেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি।
এসময় কলেজের বাংলা প্রভাষক খন্দকার হাসান আলী এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন, মাইনীমূখ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা রোজিসহ কলেজের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের অন্যান্য শিক্ষার্থীরা।