॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়ন এর লামকুপাড়া নামক এলাকায় অবৈধভাবে উত্তোলিত ১৪ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর ভ্রাম্যমান আদালত এসব বালু জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসন সূত্র জানায়, রামগড় উপজেলার ০১ নং রামগড় ইউনিয়নের দূর্গম লামকুপাড়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে বালু উত্তোলন কারীদের পাওয়া যায়নি। মোবাইল কোর্টের আগমনের পূর্বে সম্ভবত তারা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত ৩ টি স্তূপে প্রায় ১৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু আইন অনুযায়ী উন্মুক্ত নিলামে বিক্রির মাধ্যমে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। কৃষি জমি থেকে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট ও জমির মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে। আশেপাশের এলাকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাছাড়া উক্ত স্থানে এভাবে অবৈধ ও অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে লামকু পাড়ায় অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সহ আশেপাশের ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে বালু উত্তোলনকারী সকলকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। এসব অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন সকলের সহযোগীতা কামনা করছে। জব্দকৃত বালু স্থানীয় একজন ব্যক্তির জিম্মায় প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে রামগড় সদর ইউনিয়ন প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম. করিম, রামগড় থানার একটি টিম ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।