[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তার

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শুভ চন্দ্র নাথ (১৯) কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। বুধবার (২২অক্টোবর) গভীর রাতে রামগড় পৌরসভার গর্জনতলী এলাকায় আসামীর নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এর দিক নির্দেশনায় এবং এসআই (নিঃ) মোঃ আনসার উদ্দিন সহ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি শুভ চন্দ্র নাথ কে গ্রেপ্তার করা হয়।

রামগড় থানা সূত্র জানা যায়, গত ১৩/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭:৩০ ঘটিকা হইতে একই রাত্র ১৪/০৭/২০২৫খ্রি. তারিখ রাত অনুমান ০১:৩০ ঘটিকার মধ্যে পৌরসভার ০৩নং ওয়ার্ডস্থ উত্তর গর্জনতলী সাকিনে মাখন চন্দ্র নাথ নিজ বসতঘরের সামনের বারান্দায় তাহার ছেলের সাথে ঝগড়াঝাটি ও কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে কোদালের কাঠের হাতল দ্বারা মাথার বাম পাশে স্বজোরে আঘাত করে গুরুতর আহত করে। এতে মাখন চন্দ্রের মস্তিষ্কে অতিরিক্ষ রক্তক্ষরণ হলে মৃত্যুবরণ করে। মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিতে ছেলে শুভ তার মাকে ও হত্যার হুমকি দেয় এবং তার পিতা মাখন চন্দ্র নাথ রশি দিয়া বর্ণিত ঘটনাস্থলে বাঁশের আড়ার সাথে ফাঁস লাগাইয়া আত্মহত্যা করিয়াছে মর্মে প্রচার করতে এবং মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে অপমৃত্যু মামলা করিতে বাধ্য করে।

মাখন চন্দ্রের স্ত্রীকেও ছেলে হত্যার হুমকি দিলে পরে ভয়ে রামগড় থানায় গত ১৪/০৭/২০২৫খ্রি. তার স্বামীর আত্মহত্যার করেছে মর্মে লিখিত সংবাদ প্রদান করেন। স্ত্রীর সংবাদ প্রাপ্তির প্রেক্ষিতে রামগড় থানার অপমৃত্যু মামলা নং-৩, ১৪/০৭/২০২৫খ্রি. রুজু করা হয়। পরবর্তীতে মাখনের ময়না তদন্ত রিপোর্ট রামগড় থানা পুলিশ প্রাপ্ত হইয়া তার পরিবারের লোকজনদেরকে সংবাদ দিলে তার ভাই রাখলা চন্দ্র নাথ থানায় আসিয়া পুলিশের মাধ্যমে তার ভাইয়ের মৃত্যু কারণ সংক্রান্তে খাগড়াছড়ি সদর হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ছাবের মতামত “মাথায় গুরুতর আঘাতের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করিয়াছে” মর্মে জানতে পারিয়া মাখন চন্দ্রের ভাই বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়া নিশ্চিত হন যে, গত ১৩/০৭/২০২৫খ্রি. তারিখ সন্ধ্যা ০৭:৩০ ঘটিকা হইতে ১৪/০৭/২০২৫ রাত অনুমান ০১:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় শুভ চন্দ্র নাথ পারিবারি বিষয় নিয়ে ঝগড়াঝাটির একপর্যায়ে ক্ষোভের বশবর্তী হইয়া কোদালের কাঠের হাতল দ্বারা মাখন চন্দ্রের মাথার বাম পাশে স্বজোরে আঘাত করে এতে তার মাথায় গুরুতর যখম হলে অতিক্ষি রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করেন। ভাইয়ের লিখিত এজাহারের প্রেক্ষিতে সূত্রোক্ত মামলাটি রুজু করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, আসামী শুভ হত্যাকান্ডের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।