রাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দল
॥ মোহাম্মদ আলী ॥
৪৮ ঘন্টা ধরে মৃত হাতরি শাবককে পাহাড়া দিয়ে রেখেছে মা হাতির দল। এর মধ্যে এক মুহূর্তের জন্য হাতির দলটি স্থান ত্যাগ করেনি। ঘটনাটি ঘটেছে রাঙ্গামাটির দূর্গম উপজেলা বরকলের বরুনাছড়ি এলাকায়। ওই এলাকায় মঙ্গলবার স্থানীয়রা কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় বন্য হাতির মৃত শাবক দেখতে পান। খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা হাতির শাবকটি উদ্ধার করতে সেখানে যায়। কিন্তু পাহাড়ের ডালুতে মা হাতির একটি দল শাবকটি পাহাড়া দিয়ে রাখায় বন কর্মকর্তারা শাবকটি উদ্ধার করতে পারেনি।
এদিকে বুধবার (২২অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ রফিকুজজ্জমান শাহ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান আবারও মৃত শাবকটি উদ্ধারে যায়। সেখানে গিয়ে দেখে মা হাতির একটি পাল আগের দিনের মত শাবকটি পাহাড়া দিয়ে রেখেছে। বনকর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন ঘটনাস্থলে বনবিভাগের কর্মকর্তারা পৌঁছালেও শাবকটির মা ও আরও কয়েকটি বন্য হাতি মৃতদেহের আশেপাশে জঙ্গলে আগের মত অবস্থান করায় তারা শাবকটি উদ্ধা না করে ফিরে আসে।
তিনি আরও বলেন বিরল প্রজাতির হাতির শাবকটির মৃতদেহ হ্রদের পানিতে পাওয়া গেছে। তবে আমরা হাতিটির কাছে যেতে পারছিনা, কারণ শাবকটির মা সহ বুনো হাতির একটি দল মৃতশাবকটি পাহাড়ায় সেখানে দাঁড়িয়ে আছে। তাদের সড়িয়ে দিয়ে আমরা শাবকটি উদ্ধার করার চেষ্টা করছি। তাদের ধারনা হাতিটি সোমবার (২০অক্টোবর) রাতের কোন এক সময় হ্রদের পানিতে পড়ে মারা যায়।
আমরা ধারণা করছি মা সহ পাহাড় থেকে নামার সময় পা পিছলে শাবকটি আহত হয়ে হয়ত হ্রদের গভীর পানিতে পড়ে মারা যায়। উদ্ধারের পর ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে বন কর্মকর্তারা জানায়।