॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম। সভায় আরও বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনা চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, আনসার ভিডিপি অফিসার মোঃ মোস্তাকিমুল হক এবং উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা চিন্বয় বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা অটোরিকশা সমিতি, জীব মালিক সমিতি, মাহিন্দ্র চালক ও মালিক সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তব্যে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সকলকে সচেতন হতে হবে। ফিটনেস বিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন চালানো বন্ধ করতে হবে এবং নিজের নিরাপত্তা নিজেই নিতে হবে। তিনি আরও বলেন, দক্ষ চালক দিয়ে যানবাহন চালাতে হবে, যাতে আমরা সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে পারি।
সভায় বক্তরা বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা মানুষের জীবন এবং সম্পদের জন্য বড় হুমকি। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। এই ধরনের আলোচনা সভা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করে।’সড়ক পরিবহন আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রচারণা চালাতে হবে।’ এছাড়া হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতা এবং নিরাপদ গতি বজায় রাখতে বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় অংশগ্রহণকারীরা সড়ক নিরাপত্তার বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।