১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি সেনা রিজিয়নের অধীন কাপ্তাই ১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৩অক্টোবর) সকাল ১০টায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
১০আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হরিণছড়া মুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি, বলেন সেনাপ্রধানের দিক নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের কেউ যাহাতে শিক্ষায় পিছিয়ে না থাকে তার জন্য আমাদেও সহযোগীতা অব্যাহত থাকবে। তিনি ভবিষ্যতে এধরনের কার্যক্রমে সেনাবাহিনীর পক্ষ হতে সহযোগীতা দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে শিক্ষা উপকরণগুলো হাতে তুলে নেন। এ সহযোগীতা তাদেও শিক্ষার কাজে এগিয়ে নিতে সহায়ক বলে শিক্ষার্থীরা উল্লেখ করেন।