শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্দ্যোগে
রাঙ্গামাটিতে হোমিও কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা ও প্রস্তাব গ্রহণ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে হোমিও কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করার লক্ষ্যে শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্দ্যোগে আসামবস্তি প্রধান কার্যালয়ে ২৫ই ডিসেম্বর ২০২০ইং রোজ শুক্রবার বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন এর গঠনতন্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্য কার্যাবলীর আদলের বর্ণিত বিষয়ের মতে এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে। ফাউন্ডেশনের প্রশিক্ষনের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোজাদ্দেদ আল ফাসানী বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ডাক্তার নূরুল আমিন পাটোয়ারী।
উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ নূরুল ইসলাম, সভানেত্রী মিতা দাশ, নির্বাহী পরিচালক মোঃ নাছির উর্দ্দীন, খাগড়াছড়িস্থ এইচ এম হোমিও কলেজ ও হাসপাতালের শিক্ষক ডাঃ নিপুন বিকাশ তংচংঙ্গ্যা, ডাঃ আনন্দ বিকাশ চাকমা, ডাঃ সম্ভু নাথ চাকমা। এছাড়া অন্যান্যদের মধ্যে শাপলা হোমিও দাতব্য চিকিৎলয়ের ডাক্তার শারমিন আক্তার, বিশিষ্ঠ সমাজ সেবক বাবু মুনুমুরমু, পলাশ বড়ুয়া, কানু দাশ গুপ্ত, রাখাল চন্দ্র ভৌমিক, ডাঃ মাহবুবে ইলাহী, উত্তম দেবনাথ এবং শাপলা দাতব্যালয় হোমিও চিকিৎসা কেন্দ্রের অফিস ব্যবস্থাপকসহ শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্ত্যারা বলেছেন, রাঙ্গামাটিতে কম-বেশী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান চলমান থাকলেও হোমিও কলেজের অভাব দীর্ঘদিনের। তাই এই কলেজ চালু করার প্রয়াস সর্বজনের গ্রহণযোগ্য ও মহৎ উদ্দেশ্য বলে আমরা মনে করি। আলোচনা সভার উদ্দ্যোগটি বাস্তবায়নের জন্য রিজার্ভ ফান্ড প্রস্তুত,কলেজ বাস্তবায়ন কমিটি প্রস্তুত,দাতা সদস্য মনোনয়ন, ভূমির ব্যবস্থা, গঠনতন্ত্র তৈরি, কলেজ নামকরন এবং ১১ সদস্য বিশিষ্ট কলেজ বাস্তবায়ন কমিটি গঠন করার প্রস্তাব গৃহীত হয়।