[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের রুমায় অসহায়দের মাঝে সমাজ কল্যাণ পরিষদের অনুদান বিতরণ

॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবানের রুমা উপজেলায় জেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা বাবদ এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রবিবার (১২অক্টোবর) দুপুর ১টায় দিকে রুমা সরকারি সাঙ্গু কলেজে হল রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ ছোলজার রহমান। প্রধান অতিথি ছিলেন জসিম উদ্দিন, সদস্য, জেলা সমাজসেবা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুইপ্রুচিং মার্মা, মোঃ হারুনুর রশিদ, নুখ্যাইপ্রু মার্মা, প্রভাষক, রুমা সাঙ্গু সরকারি কলেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সায়েদ উদ্দিন, প্রধান শিক্ষক, বাংকেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে মোট ১০৬ জন শিক্ষার্থীদের ও অসহায় প্রতি জনকে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথি জসিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, সরকারের এই আর্থিক অনুদান শুধু সহযোগিতা নয়, এটি স্বনির্ভরতার পথে একটি সহায়ক পদক্ষেপ। যারা শিক্ষা সহায়তা পেয়েছেন, তারা যেন এই টাকা শুধুমাত্র শিক্ষার কাজে ব্যবহার করেন—এটাই সরকারের প্রত্যাশা। শিক্ষা মানুষের ভাগ্য পরিবর্তন করে, তাই এই অর্থের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।

সভাপতি প্রফেসর মোঃ ছোলজার রহমান বলেন, সমাজসেবা অধিদপ্তর অসহায় মানুষের পাশে সবসময় আছে। এই সহায়তা হয়তো সামান্য, কিন্তু এটি অনেকের জীবনে নতুন আশার আলো জ্বালাবে।

বিশেষ অতিথি প্রভাষক সুইপ্রুচিং মার্মা বলেন, শিক্ষার্থীরা যেন এই সহায়তার মাধ্যমে তাদের পড়াশোনা আরও মনোযোগ দিয়ে চালিয়ে যেতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। প্রভাষক মোঃ হারুনুর রশিদ বলেন, সরকারের এই উদ্যোগ সমাজে সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রভাষক নুখ্যাইপ্রু মার্মা বলেন, রুমার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষ আজ এই সহায়তার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তব রূপ দেখতে পাচ্ছে।

অনুষ্ঠানে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।