হেফাজত নেতাদের বিরুদ্ধে সরকার মামলা করেনি
সরকার চুক্তি বাস্তবায়নের কাজ করছে, পাহাড়ে আর রক্ত ঝড়তে দিবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
॥ চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি ॥
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি বলেছেন, সরকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের কাজ করছে। পাহাড়ে আর রক্ত ঝড়তে দিবে না। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। হেফাজত ইসলামের নেতাদের বিরুদ্ধে সরকার মামলা করেনি। বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ির খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর ও নারায়নগঞ্জ জেলায় ই-পাসপার্ট কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (বহিরাগমন) মেজর জেনারেল মোঃ আইয়ুব চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী সমমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ বাসন্তি চাকমা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলম, মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, গুইমারা রিজিয়ন কমান্ডার মোঃ শাহরিয়ার জামান, পার্বত্য চট্রগ্রাম রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপু, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল জাহাঙ্গীর আলম, ডিজিএফআই ডেট কমান্ডার কর্নেল মুহাম্মদ মালেকহোসেন, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ সহ সামরিক-বেসামরিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আঞ্চলিক-ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি আরো বলেন, ই-পাসপোর্ট হচ্ছে মুজিববর্ষের অন্যতম শ্রেষ্ঠ উপহার। পাসপোর্ট সেবাকে মানুষের দোড়গোঁড়ায় পৌঁছে দিতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম ই-পাসপোর্ট কার্যক্রম চালু করেছে। বিগত ২২শে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক এক ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন। সারাদেশে পর্যায়ক্রমে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হচ্ছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলায় এই ৬ জেলার ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কথা দেন তিনি সে কথা রাখেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ই-পাসপোর্ট। সারাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করে তিনি তার কথা রেখেছেন। ই-পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হলো, বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হবে না। ঝামেলাহীন ভাবে ই-গেট ব্যবহার করে দ্রুততম সময়ে ইমিগ্রেশনের কাজ শেষ করা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কেউ তার নাগরিক অধিকার ক্ষুন্ন হলে তিনি মামলা দায়ের করতে পারেন। হেফাজত নেতাদের বিরুদ্ধে সরকার মামলা করেনি। সংক্ষুব্দ যে কোন ব্যক্তি মামলা করতে পারেন। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন তাই নিজেদের মতো করে কাজ করছেন। হেফাজত ইসলামের সাবেক আমির আহমদ শফির মৃত্যুর ঘটনায় স্বজনদের করা মামলায় সরকারের কোন ইন্ধনও নেই। তাই মামলা প্রত্যাহার হবে কি না সে বিষয়ে মামলার সংশ্লিষ্টরাই জানেন। তারা মামলা প্রত্যাহার করে নিলে সরকারেরও করার কিছু নেই। বঙ্গবন্ধুর ভাষ্কর্য বিষয়ে বলেন, সারা দেশের ভাস্কর্য রক্ষা করার বিষয়ে আদালতের নির্দেশ রয়েছে। ভাস্কর্য দেশের ঐতিহ্য ও কৃষ্টি। এটা রক্ষা করার দায়িত্ব সকলের।
পরে তিনি জেলা প্রশাসনের কার্যালয়ে সুরক্ষা বিভাগের আওতাধীন পাসপোর্ট, ফায়ার সার্ভিস-সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়সহ জেলার আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় যোগদান ও জেলা কারাগার পরিদর্শন করেন।
পরে বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় মন্ত্রী বলেন, চুক্তির আলোকে তিন জেলার বিভিন্ন এলাকা থেকে প্রত্যাহার করা সেনা ক্যাম্পগুলোতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রসাসী গোষ্ঠির দৌরাত্ম কমাতে সরকার এ সিদ্ধান্ত গ্রহন করেছেন। প্রদানমন্ত্রীর নির্দেশনা পাওয়া গেলে তার দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমরা পাহাড়ে আর রক্ত ঝড়তে দিতে চাই না। সরকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের কাজ করছে। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি সহ পুলিশ ও সরকারি পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।