লংগদুতে উল্টাছড়ি বন বিভাগের উদ্যোগে চারা বিতরণ
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে উল্টাছড়ি রেঞ্চ বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বনজ ও ফলজ চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লংগদু উপজেলার উল্টাছড়ি বন বিভাগের বিট কার্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উল্টাছড়ি রেঞ্জ অফিসার এস এম,মাহাবুব উল আলম, প্রেস ক্লাবের সভাপতি এবিএস মামুনসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চারা বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় বনজ, ফলজ ও ঔষধি গাছের পাঁচ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, পাহাড়ি অঞ্চলে সবুজ বেল্ট তৈরি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। জাহাঙ্গীর হোসাইন তাঁর বক্তব্যে বলেন, বনায়ন শুধু পরিবেশ নয়, মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং তা যত্ন নিতে হবে।
এসময় স্থানীয়দের পক্ষে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান রা চারা হাতে নিয়ে বন বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।