[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা ইভেন্টে উপজেলার সকল স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্যাহ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এর আগে প্রতিষ্ঠানভিত্তিক দুটি ভেন্যুতে অনুষ্ঠিত খেলার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাটিরাঙ্গার সকল ক্রীড়া শিক্ষকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন।

শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চাকে প্রাধান্য দিতে হবে। নিয়মিত শারীরিক কসরত শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। খেলাধুলা হলো সুস্বাস্থ্যের মূলমন্ত্র।
খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।