থানচিতে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা রং করাতে ব্যস্ত শিল্পীরা
॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ দুর্গোৎসবকে কেন্দ্র করে বান্দরবানের থানচিতে চলছে ব্যাপক প্রস্তুতি, প্রতিমা তৈরি রংতুলিতে ব্যস্ত মৃৎশিল্পিরা। এবারে উপজেলা সদরে ও বলিপাড়া ইউনিয়নের শারদীয় দুর্গাপূজার উৎসবের প্রস্তুতি চলছে। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূঁজা আর ক’দিন পরেই শুরু হতে যাচ্ছে।
এদিকে সনাতন ধর্মাবলম্বীর ভক্তরা জানান, প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি হিসেবে মণ্ডপগুলোতে দুর্গা প্রতিমার খড় ও মাটির কাজ সম্পন্ন করেছেন। এরপর দ্বিতীয় পর্যায়ে মূর্তিতে রং-তুলির আঁচড়ের কাজও শেষ পর্যায়ে চলছে। অন্যদিকে সাজসজ্জা, আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি ও ডেকোরেশন’সহ অন্যান্য কাজগুলোও ধীরে ধীরে এগিয়ে চলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, থানচি কালীমা মন্দির ও বলিপাড়ায় হিন্দু পাড়া মন্দিরে দুর্গোৎসবের প্রতিমা তৈরী কাজ শেষ করে রং তুলির কাজ শেষ দিকে মৃৎশিল্পীদের। দুর্গা প্রতিমা ছাড়াও মণ্ডপের জন্য তৈরি করা হচ্ছে লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ, মহিষ, পেঁচা, হাঁস, সর্পসহ প্রায় ১২টি প্রতিমা।
বলিপাড়ায় হিন্দু পাড়া মন্দিরে সভাপতি সজল কর্মকার বলেন, প্রতিবছর ন্যায় এবছরেও বলিপাড়া ইউনিয়নের হিন্দু পাড়া মন্দিরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উৎসবের উপজেলার সকল সম্প্রদায়ের লোকজনদের আমন্ত্রণ জানান তিনি।
থানচি শারদীয় দুর্গাপূজা কমিটির আহ্বায়ক পলাশ ধর বলেছেন, সব মণ্ডপেই শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এ উৎসবের ঘিরে অন্যান্য বছরে মতো এবারও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে সার্বক্ষণিকভাবে সহযোগিতার আশ্বাস পেয়েছি।
থানচি থানার অফিসার মোঃ নাছির উদ্দিন মজুমদার জানান, শারদীয় দুর্গাপূঁজা উৎসবে ঘিরে যাতে কোনো অপ্রিতিকর ঘটনা যাহাতে না ঘটে, সেজন্য প্রতিটি মন্দিরে আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশের সার্বক্ষণিক সেবাদানে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।