রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় ও বরণ সভা অনুষ্ঠিত
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছারের বদলি এবং নবাগত ইউএনও তাজমিন আলম তুলি যোগদান উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪সেপ্টেম্বর) সকালে ১২.০০ টায় উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার মেহেদী হাসান কাউছারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে রোয়াংছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং জনগণের দৌড়গোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তাঁর প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
বিদায়ী ইউএনও মেহেদী হাসান কাউছার তাঁর বক্তব্যে বলেন, রোয়াংছড়ির মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমি কখনো ভুলব না। সরকারি দায়িত্বের অংশ হিসেবে আমাকে অন্যত্র যেতে হলেও এই উপজেলার স্মৃতি আমার হৃদয়ে অমলিন থাকবে। তিনি তাঁর কার্যকালে সহযোগিতা করার জন্য উপজেলার সকল স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।
একই অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি’কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। নবাগত ইউএনও তাঁর বক্তব্যে রোয়াংছড়ির উন্নয়নের ধারাঁকে আরও গতিশীল করতে এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বিদায়ী কর্মকর্তার রেখে যাওয়ার ভালো কাজগুলোকে পাথেয় করে আমি এই উপজেলার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, ট্যুরিষ্ট গাইড সহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী ও নবাগত উভয় কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।