খাগড়াছড়ির পানছড়িতে ভুতুরে বিদ্যুৎ বিল প্রদানে প্রকৌশলীকে নাজেহাল
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে ভুতুরে বিদ্যুৎ বিল প্রদানকে কেন্দ্র করে সাধারণ জনগণের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। এর জেরে ক্ষুব্ধ জনতা বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পানছড়ি বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী চঞ্চল চৌধুরীকে অফিস থেকে টেনে-হিঁচড়ে বাংলাদেশ সেনাবাহিনীর পানছড়ি সাবজোনে নিয়ে যায়।
এসময় পথিমধ্যে থানা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেও ক্ষুব্ধ জনতাকে থামাতে ব্যর্থ হয়। পরে নারী-পুরুষ নির্বিশেষে স্থানীয়রা প্রকৌশলীকে নিয়ে সাবজোন এলাকায় প্রবেশ করে।
ঘটনার পর সাবজোনে দায়িত্বরত সেনা কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং উত্তেজিত জনগণকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। তারা বলেন, যাদের বিল মিটারের রিডিংয়ের তুলনায় অতিরিক্ত এসেছে, তারা যেন বিলের ফটোকপি জমা দেন। খুব শিগগিরই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি পানছড়ি এলাকায় একাধিক গ্রাহক বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ করে আসছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করেই এদিন জনরোষ দেখা দেয়।