রাজস্থলীতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) বেলা ১১ঘটিকায় রাজস্থলী বিএনপির অস্থায়ী কার্যলয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং শান্তি পায়রা ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম।
উক্ত আলোচনা সভায় রাজস্থলী উপজেলা মহিলা দলের শিল্পি তঞ্চঙ্গ্যা এর সঞ্চালনায় উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী নূর জাহান বেগম, এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ছালেহা আকতার, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সিদ্দিক মোল্লা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল, ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভূবন মোহন তঞ্চঙ্গ্যা, গাইন্দ্যা বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার প্রমূখ।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, আমাদের এই দল গড়ে উঠেছিল নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার দৃঢ অঙ্গীকার নিয়ে। সমাজে নারীর সাংগঠনিক কাজ শক্তিশালী করা, তাদেরকে শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে এগিয়ে নেওয়ার স্বপ্ন থেকেই এই দলের যাত্রা শুরু। আজ আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের প্রচেষ্টা শুধু আমাদের দলের সীমাবদ্ধতায় থেমে নেই—এটি সমগ্র সমাজে অনুপ্রেরণা জুগিয়েছে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা নানান বাধা-বিপত্তি অতিক্রম করেছি। কিন্তু আমাদের সাহসী বোনেরা কখনো পিছপা হননি। নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়া, নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় লড়াই করা, গ্রামীণ ও শহুরে নারীদের মধ্যে ঐক্য গড়ে তোলা—এসব কাজ আমাদের দল গর্বের সাথে করে চলেছে।