[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের হামলায় যুবকের হাতের কব্জি বিচ্ছিন্নকাপ্তাই আজাদ ষ্টোরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২বান্দরবানের লামায় নামে-বেনামে অভিযোগে বেকায়দায় বন বিভাগসাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া জরুরিহালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণকাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দিয়ে আবারো ছাড়া হচ্ছে পানিমানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই আজাদ ষ্টোরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই সুইডিশ মার্কেটের দোকান চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১সেপ্টম্বর) আসামিদের রাঙ্গামাটি জেল হাজতে সোর্পদ করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টায় সুইডিশ মার্কেট এর আজাদ ষ্টোরে দোকানের পিছনের অংশ ভেঙে পরে দামি সিগারেটসহ নগদ টাকা নিয়ে যায় চোর। পরে দোকান মালিক আবুল কালাম আজাদ দোকান খুলে দেখে সব এলোমেলো দামি সিগারেট সহ নগদ টাকা নিয়ে গেছে। বিষয়টি কাপ্তাই থানাকে অবগত করা হয় বলে জানান। বিকাল ৩টার দিকে এলাকার কিছু যুবক চোরের সন্ধান পেয়ে লগগেইট এলাকা হতে চুরি করা মালামাল সহ দুই চোরকে আটক করে। আটক সাগর (২২) পিতা শাহাজাহান, সাং লগগেইট, আকাশ (২৪)পিতা মোঃ মনির সাং লগগেইট নতুন বাজার কাপ্তাই। এরা নিজেরা চুরির কথা স্বীকার করে। পরে কাপ্তাই পুলিশ ফাঁড়িরকে খবর দিলে তাঁরা এসে চোরদের নিয়ে যায়। এদের বিরুদ্ধে কাপ্তাই থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।

এদিকে স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ও এলাকার মানুষ জানান ৪নং ইউনিয়ন এলাকায় চোরের হিড়িক ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দোকান, বাসাবাড়ি, কলকারখানার প্রতিষ্ঠান সহ কোন কিছুই এখন নিরাপদ নয়। কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল জানান এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেছে। গ্যাসের চুলা, বিদ্যুতের তাঁর, ইলেকট্রিক মটর, সিএনজি’র ব্যাটারি সহ বাসাবাড়িতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এলাকার লোকজন এসকল চোরের আতংক নিয়ে থাকেন বলে জানান। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করার জন্য আহ্বান জানান এলাকাবাসী।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস্ত মোহাম্মদ জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত হাজতে প্রেরণ করেন।