পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা ও কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি আলোচনা সভা, দোআ ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী এবং বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহাম্মদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাসূলুল্লাহ (সা.) মানবতার ও মুক্তির দূত। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলেই সমাজে ন্যায়, শান্তি ও সত্য প্রতিষ্ঠা সম্ভব। পরে মিলাদ ও মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠান শেষে হামদ-নাত, কবিতা, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।