রাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণ
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাজস্থলী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ চক্রের উপকার ভোগীদের মাঝে খাদ্যশস্য চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে নয়টি ওয়ার্ডের ৫৭৯ জন কার্ডদারী মহিলার এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা এর সভাপতিত্বে চাউল বিতরণ করা। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আজগর আলী খান, উদয় মেম্বার, ভূবন মোহন, রোজি মালা, রসানাত্রি ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য ও প্রান্তিক অবস্থায় থাকা নারীরা সহায়তা পাচ্ছেন। এতে তাদের খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি জীবিকা উন্নয়নের সুযোগও তৈরি হচ্ছে। উপকারভোগীরা যাতে সঠিকভাবে কার্ড ও খাদ্যশস্যের সুবিধা পান সে বিষয়ে আমরা নিয়মিত তদারকি করছি।