[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রামগড় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিত সভা অনুষ্ঠিতরাবিপ্রবিতে শিক্ষকদের রিচার্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতমানিকছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দাওয়াতে ইসলামীর স্বাগত জুলুসঅধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতমানিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও জুলাই গ্রাফিতি অনুষ্ঠিতকাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলীতে নারী সমাবেশসাজেকের হালিমপুর গ্রামে বিদ্যুৎবঞ্চিতদের সোলার দিলেন মারিশ্যা জোনরাঙ্গামাটির লংগদুতে শুল্কফাড়িতে চলছে যেন চাঁদাবাজির মহোৎসবপৌর শ্রমিক দলের বিতর্কিত কমিটি অনুমোদন দেয়ায় বাঘাইছড়িতে সংবাদ সম্মেলনবান্দরবানের লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শতক জায়গা বেদখল
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও জুলাই গ্রাফিতি অনুষ্ঠিত

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
“দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক ও জুলাই-২৪ গ্রাফিতির ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে মানিকছড়ি ইংলিশ স্কুল মিলনায়তনে উপজেলার ১২টি মাধ্যমিক স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে ‘গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক ও জুলাই-২৪ গ্রাফিতির ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ বশির আহম্মদের সভাপতিত্বে এবং কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া। অতিথি ছিলেন, দুপ্রক সাধারণ সম্পাদক মাওলানা মোঃ বেলাল উদ্দীন, সদস্য জেয়াপ্রু চাকমা, মানিকছড়ি ইংলিশ স্কুলের অধ্যক্ষ মোঃ গোলাম রাসুল, সাংবাদিক মোঃ রবিউল হোসেন।

বির্তাকিক কার্যক্রমে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রী কলেজে শরীরচর্চা শিক্ষক মোঃ মনির হোসেন। বিচারক ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা ও বাটনাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাকিম উদ্দিন শেখ।

বিতর্ক অনুষ্ঠানের ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন হয়েছে গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুল দল এবং রানার্সআপ হয়েছে রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় দল।

এছাড়া ২৪ জুলাই গ্রাফিতি অঙ্কনে ১ম হয়েছেন তিনটহরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসলিমা আক্তার, ২য় হয়েছে একই স্কুলের মোঃ রুবেল হোসেন, ৩য় হয়েছেন বড়ডলু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমা আক্তার লিজা।

অনুষ্ঠান শেষে বিজয়ী, বিজিত এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে ব্যক্তিগত সনদ, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।