গণতন্ত্রের পুনরুদ্ধারে জাতীয়তাবাদী দলের কোন নেতাকর্মী আর পিছ পা হবে না
॥ কাপ্তাই উপজেরা প্রতিনিধি ॥
গনতন্ত্রের পুনরুদ্ধারে জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী আর পিছ পা হবে না। আওয়ামীলীগের ফ্যাসিস্টদের অত্যাচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যের বিকল্প নেই। আগামীতে আমরা বিজয়ী হয়ে দেশকে উন্নয়নে সমৃদ্ধ করবো। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু এ কথা বলেন।
বৃহস্পতিবার (২১আগস্ট) বিকালে ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দল কাপ্তাই শাখার আহ্বায়ক মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সিঃ যুগ্ন সম্পাদক মোঃ আলী বাবর, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সম্পাদক ইয়াছিন মামুন।
এছাড়ও উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু নাসের, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন সাকু, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু নাছির, সিঃ যুগ্ন আহবায়ক বেলাল হোসেন সাকু, যুগ্ন আহবায়ক আরজ হোসেন সুমন, সিঃ যুগ্ম আহবায়ক আবুল কালাম ছগির, কাপ্তাই উপজেলা বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের কায়সার, জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরম সভাপতি রাজন রক্ষীত সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অরো বলেন, জাতয়িতাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। আগামীতে আমাদেরকে বিজয়ী হয়ে দেশকে সুন্দর ও উন্নয়নে সমৃদ্ধ করতে হবে। দলের স্বার্থে কাজ করে দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।