[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মোবাইল নেটওয়ার্ক নিয়ে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারাদুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা জরুরিখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি সহায়তা প্রদানখাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যামাটিরাঙ্গায় সেনা অভিযানে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সন্ত্রাসীদের আস্তানায় সেনা অভিযানকাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার উপরে আবারো পানি ছাড়া হচ্ছেলংগদুতে দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পুরষ্কার বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ঔষধের ফার্মেসীকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি সহায়তা প্রদান

॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির জেলা পরিষদের উদ্যোগে লক্ষ্মীছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভর্তি সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রনব কুমার পোদ্দার। অ্যাডঃ জসিম উদ্দিন চৌধুরী, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, খাগড়াছড়ি এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মনোবল বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আয়োজকরা জানান, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও ভর্তি সহায়তার মাধ্যমে তরুণ প্রজন্মকে আরও শিক্ষায় মনোযোগী করে তোলাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।