[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি সহায়তা প্রদান

১০

॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির জেলা পরিষদের উদ্যোগে লক্ষ্মীছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভর্তি সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রনব কুমার পোদ্দার। অ্যাডঃ জসিম উদ্দিন চৌধুরী, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, খাগড়াছড়ি এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মনোবল বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আয়োজকরা জানান, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও ভর্তি সহায়তার মাধ্যমে তরুণ প্রজন্মকে আরও শিক্ষায় মনোযোগী করে তোলাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।