খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সন্ত্রাসীদের আস্তানায় সেনা অভিযান
॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের বিশেষ অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে বিশেষ পাসপোর্ট, বিপুল পরিমাণ চাঁদাবাজির টাকা সহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২০আগস্ট) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানের সময় সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে আস্তানায় তল্লাশিতে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৫টি মোবাইল ফোন, ২টি বিশেষ (লাল) পাসপোর্ট, ১২টি সিম কার্ড, ৩টি অতিরিক্ত ব্যাটারি, ১টি এটিএম কার্ড, ২টি চাঁদা আদায়ের রশিদ, ১টি রান্নার চুলা, ১টি টেলিফোন, নগদ ৯ লাখ ২৯ হাজার ৫১০ টাকা।
সেনা সূত্রে জানা যায়, পাহাড়ে সশস্ত্র গ্রুপের কার্যক্রম প্রতিরোধ এবং স্থানীয়দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও সেনাবাহিনী জানিয়েছে।