॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে অবৈধ সীসা তৈরীর কারখানায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে কারখানার মালিক মোঃ ফজলুল ইসলাম নামক এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০আগষ্ট) দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানায়, রামগড় উপজেলার থলিবাড়ি নামক স্থানে একটি অবৈধ সীসা তৈরির কারখানা গড়ে উঠেছে, খবর পেয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার দায়িত্বরত মোঃ ফজলুল ইসলাম নামক এক ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীন ০১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কারখানা টিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছিল। এর ফলে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি সহ আশে পাশের পরিবেশ হুমকির মুখে পড়েছে। উক্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারি, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।