রাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও পুরস্কার বিতরণ
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫” উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মামুনুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এরশাদ বিন শহীদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা মাছে ভাতে বাঙালি, বাংলাদেশে মৎস চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সারা দেশের জনসংখ্যার ১২% লোক মৎস চাষের সাথে জড়িত, গত দুই বছর বন্যার কারনে রাজস্থলী উপজেলার মৎস্য চাষির ব্যাপক ক্ষতি হয়েছে, মৎস্যসম্পদ রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের গুরুত্ব তুলে ধরেন। পরে তিন জন সেরা মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন শ্রেণিতে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সাবেক সভাপতি জাহেদুল আলম, কৃষক দলের সভাপতি বিষু সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার তাজিরুল ইসলাম, কারিতাস মাঠ কর্মকর্তা মামুন সিকদার, এ ছাড়া জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়।