মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের সূচনা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮আগস্ট) সকালের দিকে র্যালি ও পোনা মাছ অবমুক্তির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নর্গিস সুলতানা।
পরে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আফিফুল মোল্লা। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক, মৎস্যচাষি আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্যচাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কোন কাজই ছোট নয়। মাটিরাঙ্গা উপজেলায় ১৮ শতাধিক পুকুর রয়েছে। প্রাণিজ আমিষের একটি বড় অংশ আসে মাছ থেকে। এসব পুকুর যথাযথভাবে মাছ চাষে কাজে লাগানো গেলে শুধু স্থানীয় চাহিদাই পূরণ হবে না, বরং বাইরেও সরবরাহ করা সম্ভব।” এসময় তিনি মৎস্যচাষে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
একই সময়ে উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মাছ চাষি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।