[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে রামগড়ে জিয়া পরিষদের লিফলেট বিতরণলামায় আওয়ামীলীগ নেতা বাবা ও ছাত্রলীগ নেতা ছেলে গ্রেফতাররামগড়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিতলক্ষ্মীছড়ি’র ইউএনও সেন্টু কুমার বড়ুয়া অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেনগণমাধ্যম শক্তিশালী একটি মাধ্যম রাজস্থলীতে সেনা কর্মকতার মতবিনিময়খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিতকাপ্তাই উপজেলার রাইখালীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনরামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন কর্তৃক মসজিদে আর্থিক সহায়তা প্রদানকাপ্তাই পিতার অভিযোগে বাল্যবিবাহ বন্ধ মুচলেখা সহ জরিমানা দিলেন ‘মা’আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে লুটপাট হয়েছে: দীপন তালুকদার
[/vc_column_text][/vc_column][/vc_row]

লক্ষ্মীছড়ি’র ইউএনও সেন্টু কুমার বড়ুয়া অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন

॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার সদর ইউনিয়নের দুর্গম বুইক্কেছড়া এলাকায় কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগ কার্যক্রম। স্থানীয় এক তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা মোঃ রুহুল আমিন সম্প্রতি একটি ভিডিওতে বুইক্কেছড়া এলাকার মানুষের দুঃখ-দুর্দশা ও নাগরিক অধিকার থেকে পিছিয়ে পড়ার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়ার এর নজরে আসলে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা নেন।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, স্থানীয় তরুন মোঃ রুহুল আমিন তার ভিডিওতে বুইক্কেছড়া এলাকার মানুষের দুঃখ-দুর্দশা ভিডিওটি ধারন কওে তুলে ধরলে দ্রুত ভাইরাল হয়ে সকলের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেন্টু কুমার বড়ুয়ার নজরে আসলে। তিনি তাৎক্ষনিক ৩৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শনিবার (১৬ আগস্ট) ২০২৫ ইং ইউএনও সরেজমিনে বুইক্কেছড়া এলাকায় যান এবং ৩৫টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, মুড়ি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে ইউএনও সেন্টু কুমার বড়ুয়া বলেন, মানুষের সমস্যার কথা কেউ তুলে ধরলে আমি তা গুরুত্বসহকারে বিবেচনা করি এবং সমাধানের চেষ্টা করি। এখানে এসে দেখলাম, স্কুল না থাকায় শিশুরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে। তাই ব্র্যাক এনজিওর সঙ্গে আলোচনা করে দ্রুত শিক্ষার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, যাদের এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি, তাদের পরিচয়পত্র করার পদক্ষেপ নেওয়া হবে। জন্মনিবন্ধনবিহীন শিশুদের দ্রুত জন্মনিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদকে আগামী এক সপ্তাহের মধ্যে হালনাগাদ তালিকা জমা দিতে বলা হয়েছে। ইউএনও বলেন, আমরা চাই, কোনো পরিবার নাগরিক অধিকার থেকে পিছিয়ে না থাকে। প্রয়োজনে যেকোনো সহযোগিতার জন্য সরাসরি উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে সবাইকে আহ্বান জানাই।

ইউএনওর এই মানবিক পদক্ষেপে বুইক্কেছড়া এলাকায় নতুন করে আশার আলো জেগেছে, তিনি পূর্বেও এমন বহু মানবিক কাজে সহযোগিতা করে আসছেন। স্থানীয়রা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে তারা নিজেদের পাশে মানবিক প্রশাসনকে পেয়েছেন।