রাঙ্গামাটিতে যুব কাফেলার উদ্যোগে রিজার্ভ বাজারে সড়ক সংস্কার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরের ব্যস্ততম রিজার্ভ বাজার এলাকার প্রধান সড়কটি যেন অবহেলাতেই পড়ে রয়েছে। এটি শুধু যে বাজার এলাকা তাই নয় এর বিশাল এলাকা জুড়ে রয়েছে আবাসিক এলাকাও। সেখানে ব্যবসা প্রতিষ্ঠানের সকল রকমের পন্যের সম্ভার, উপজেলাগুলোর সাথে নৌপথে যোগাযোগের জন্য রয়েছে নৌঘাট। তাই নদী পথে যোগাযোগ নির্ভর উপজেলার মানুষগুলো এই ঘাট দিয়েই যাতায়াত করছে প্রতিদিন। অথচ এর প্রধান সড়কটি নানান স্থানে ভাঙ্গা, গর্তের সৃষ্টি হয়ে পড়ে থাকলেও সংস্কারের জন্য কোন উন্নয়ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে না।
এদিকে স্থানীয় ব্যবসায়ী বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সুবিধার জন্য সড়কটির কিছু কিছু অংশ রাঙ্গামাটি জেলার গাউসিয়ানদের ব্যবস্থাপনায়, যুব কাফেলার উদ্যোগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১২আগষ্ট) রাত ১০টা থেকে সড়ক সংস্কারের কাজ করেন যুব কাফেলা। রাতে বাতি নিয়ে যুব কাফেলা এর সদস্যরা সড়কের বেশকিছু গর্ত, ভাঙ্গাস্থান সংস্কার করেছেন। মানুষের কল্যাণে মানবিক এ উদ্যোগ স্থানীদের কাছে প্রশংসা কুড়িয়েছেন যুব কাফেলা এর সদস্যরাও।
স্থানীয়রাও জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে, বৃষ্টির পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে রিজার্ভ বাজর এর প্রধান সড়কটির গুরুত্বপূর্ন কিছু অংশ। গাউসিয়া কমিটি বাংলাদেশ ও ইমাম হাসান হোসাইন রাদ্বীঃ যুব কাফেলার নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে, পরবর্তীতে রাঙ্গামাটি জেলার গাউসিয়ানদের ব্যবস্থাপনায়, যুব কাফেলার উদ্যোগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়, তারই ধারাবাহিকতায়, মঙ্গলবার রাত ১০টা থেকে কার্যক্রম শুরু করে ও সড়কটি সংস্কার করেন। এতে এলাকার ব্যবসায়ী, পথচারী সহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও গাড়ির চালকরারা বিপদমুক্ত।
এ সংস্কার ও উন্নয়ন কাজ করার সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা গাউসিয়া কমিটির আহবায়ক কমিটির সদস্য, রবিউল আলম রবি, পৌর গাউসিয়া কমিটির সভাপতি মোজাহেরুল ওয়াসিম, সদর থানা শাখার রাশেদুল ইসলাম, গাউসিয়া কমিটির সাবেক সহ-প্রচার সম্পাদক শরীফুল আলম ও রেজাউল করিম রবিন সহ, ইমাম হাসান হোসাইন রাদ্বীঃ যুব কাফেলার উপদেষ্টা ও সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রম পরিচালিত করেন। মানুষের কল্যাণে তাদের এ ধরনে কাজ অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দরা জানান।