[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। বৈষম্যবিরুধী আমাগো শেখের বেটি হাসিনা ক্ষেমতারে থুইয়া ভারুতে জাগিলেও হেই বৈষম্ম্যুতো পিছু ছাড়ে নাই। লুটেরার দল দেশের জেঠা-জেঠিগোর পকেট কাটিতেছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে, কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালা শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি আপুত্তি-বিপুত্তি। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমজেঠা-জেঠিরা বাঁচি-মরি আর ঝুলিয়া রহি আপুনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব জোঠাও বিপদ সামলাইতেই হিমশিমে গড়াইতেছে। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহুত জেঠাতো চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো জ¦লিতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর বহুতের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। জেঠা কি বৈষম্ম্যুর সমাজের জোঁ-জেঠিগোর সুখ-দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। ভোরবেলা বিছানা ছাড়িয়া দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনায় মত্ত। ভটভট ইঞ্জিন চালাইয়া জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া কুঠিরে ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার জেঠা-জেঠি বহুতে কহিলো তাইনেগোরে প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কেমনে রক্ষা পাওন যায়। জোঠার নিজের ডিগ্রীও থার্ডক্লাস এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে ঝড়িয়াও পড়িয়াছে, এই হইলো জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা হুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন। সকালে বিছানা ছাড়িতে লেট। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো আবার হ্যালো হাই হাই, তয় দেশে ডেঙ্গুতে উইলকাম হইতছে। আবার বৈষম্ম্যুর নামে লুটেরা ভাইরাসের দল কাহারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই লুটেরা ভাইরাসের মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং এখন হরদম কাম্িপউটার গেম। এই জেঠাও নানান কিছিমের রঙ্গরসের কুইশান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, লগে বায়নাও ধরে তয় আমি জেঠা যে কোন খানে লুকাইবো হেই চিন্তা লইয়া খুবই চিন্তায়ও আছি… যাউ¹া…

দেশে ঘটিয়া যাওয়া বিমান দূর্ঘটনা সন্তান হারাগোর কথা ভাবিলেই চিন্তিত জেঠার মনটা খুব খারাপ হইয়া যায়। পুত্রহারাগোর ঘরে ঘরে চলিতেছে শোকের মাতম। এখুন মাইলস্টোন কলেজেরই দোষ লইয়া দৌঁড়াইতেছে বহুতে। আমাগো সরকার-বিমান বাহিনী তাঁগো দোষের কথা স্বীকার না করিয়া উল্টো দোষ চাপাইতেছে কলেজের ঘাড়ে এই সব লইয়া সন্তানহারাগোর মইধ্যেও ক্ষোভ দেখা যাইতেছে। জেঠা-জেঠিগোর ইল্ডিংবিল্ডং এলাকায় বিমান প্রুশিক্ষনের ব্যরুস্থাই হইলো মূল অপুরাধের কারণ। বঙ্গোপসাগর এলাকায় প্রুশিক্ষনের ব্যবস্থু না করিয়া কিভাবে রাজধানীর উত্তরার ইয়াবড় আবাসিক এলাকায় বিমান চালন শিখিতেছে হেই প্রশ্নই উত্তরার জেঠা-জেঠিগোর। কথা হইলো আমাগো দেশের রাজনৈতিক চরিত্র দেশের প্রশাসুনেও ভর করিয়াছে বলিয়া মনে হইতেছে। অপকটেও ভুল হইয়া পড়িলেও নেতারা শিকার করেনা চেয়ারও ছাড়িতে চাহে না, চিন্তায় আছি…

অং জেঠা কহিলো তাইনের থানচি উপুজিলার প্রত্যুন্ত তিন গেরামের জেঠা-জেঠিরা লাঠিসোঁটা লইয়া পাহাড়ের পথ পাড়ি দিতে দিতে শেষ মেষ সরকার রাস্তার ব্যবুস্থা করিলেও সড়কে উঠিবার আগেই বাধা হইয়া দাঁড়াইয়াছে কৌউক্ষ্যং ঝিড়ি। অভাগা জেঠা-জেঠিরা ১২০ পুরিবার লইয়া তিন গ্রাম চালাইয়া চাষবাস করিয়া ফলাফল পাইতে কষ্ট হইয়া দাঁড়াইয়াছে ঝিড়ির উপর সেতু না থাকনের কারনে। ঝিড়ি পার হইতে যাইয়া এই বর্ষায় বানের পানির তোড়ে জোয়ান বুড়া জেঠা-জেঠিরেও নাকি ভাসাইয়া লইয়া যাইতেছে। তিন কুটির রাস্তা বানাইয়া জেঠা-জেঠিরা স্বানন্দে যদি উপুকারের কামেই না আসে তয় হেই উন্নয়ুনের কামও কাজে আসিবেনা। কথা হইলো খালি উন্নয়ুন কাম করিলেই হইবে না টেকসই কামই লাগিবে। তয় যত দ্রুত সেতু করন যায় ততই মঙ্গল না হইলে রাস্তা অব্যহৃত থাকিলে নষ্টের পথে যাইবে, চিন্তায় আছি…

আমাগো কবি জেঠা কহিলো, তাইনের কাপ্তাই উপুজিলার ব্যাঙছুড়ি এলাকার রাস্তার উপর ব্রিজের কাজ শেষ না করনের কারুনে হেইখানে যানবাহন পার হইতে লক্কর ঝক্কর স্টীল ব্রিজ পার হইতেছে জীবনের ঝুঁকি লইয়া। পাঁচ কুটি টাকার ব্রিজ একপাশের এক ব্যস করিয়াই লাপাত্তা ঠিকাদার লগে সরকারের প্রকৌশুল পুতিষ্ঠান। গেল বছরের ৫ আগষ্টের পর হইতেই এই ব্রিজের কাম বন্ধই রহিয়াছে। হেইখানে পরিত্যক্ত লোহালংকরে এখুন ঝং পুড়িতেছে। যানবাহন লগে জেঠা-জেঠিগোর নিরাপত্তায় ব্রিজের কাইজ কাম দ্রত শেষ করনের দাবি জানাইয়াছে। কথা হইলো বিপদ ঘটিয়া যাওনের আগেই পুরিত্যক্ত এই আপুদ সারাইয়া নতুবা কাইজকাম শেষ করিয়া ফেলনের দরকার, চিন্তায় আছি…

আমাগো রাঙ্গামাটি বিজ্ঞান লগে প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের দশ ছাত্রের ছাত্রত্ব লগে শিক্ষা সনদ নাকি বাতিল করিয়াছে। কোটা বিরোধী আন্দোলনের সমুয় শিক্ষার্থীগোর লগে দূর্ব্যবহার করনের কারুনে তদন্ত কুমিটির পুতিবেদেনে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ^বিদ্যালয়ের রিজেন্টবোর্ড এই শাস্তির ব্যবস্থা লইয়াছে বলিয়া আমাগো ভিসি জেঠাও কহিলেন। কথা হইলো আমাগো বৈষম্যুবিরোধী ছাত্রগোর বহুনেতার চরিত্র কুটি কুটি টাকার চান্দাবাজী ধান্ধাবাজি যেইভাবে ফুটিতেছে জেলে ঢুকিতেছে তার চাইতেও কি এই দশ ছাত্র খারাপ কাইজ কাম করিয়াছে। কথা হইলো দেশ চলিতেছে প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…

দহ জেঠা কহিলো তাইনের খাগড়াছুড়ি জেলার আইজীবির ফোরাম সংগুঠন “মার্চ ফর জাস্টিস” কর্মুচী পালুন করিয়াছে। গেল বিশুধবার এই লইয়া হেইখানে পদযাত্রাও অনুষ্ঠিত হইয়াছে লগে পুবিতবাদ কর্মসুচীও পালিত হইয়াছে। সংগুঠনের নেতা মিন্টু জেঠা কহিলো গেল ষোল বছরই আমামীলীগ সরকার আইনজীবি, ছাত্র জনতার উপুুর দমন পীড়ণ চালাইয়াছে আইনের উর্দ্ধে যাহাতে কেহই থাকিতে না পারে তার জন্যই এই ‘মার্চ ফর জাস্টিস’। কথা হইলো দেশে যেই পুরিস্থিতি আমজেঠা-জেঠিরা দেখিতেছে আইন মানিয়া উর্দ্ধে উঠিতেছে না আইন আদালত বিচারক, বিচার কাইজ কামরে বৃদ্ধাঙুলি দেখাইতেছে হেইডাই কুইশান হইতেছে। বৈষম্যুরকারুনে যেই ছাত্রছাত্রীরা আমামীলীগ সরকারের পতন ঘটাইয়াছে হেই ছাত্রগোর পিছনে চরিত্র লাইয়া মামলা হইতেছে দেশেবাসীর মুখ কাঁদায়পড়িতেছে তাগো লাগি কি মার্চ হওনের দরকার, চিন্তায় আছি…
আমাগো মাত্তাল লেদু কহিলো আর কত্ত। বৈষম্যবিরোধী আন্দোলন হইয়াছে, দেশের চেয়ার-টেবিল পাল্টাইয়াছে চরিত্র একই নিয়মের রহিয়াছে। অবৈধভাবেই বছরের পর বছরই জেঠা-জেঠিগোরে চুষিয়াই খাইলি। ক্ষেমতার অধিকারী হইয়া রাজনৈতিক লেজুরভিত্তি চালাইয়া শহর নগরের অসহায় জেঠা-জেঠিরে ভালবাসার পল্টি মারিয়া লাগাতারই ছেঁচড়াইতেছে। ধর্ষণ, খুন, ডাকাতি, রাহাজানি চুইংগামের মতন লম্বা হইতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

হিম জেঠা কহিলো তাইনের বাঘাইছুড়ি উপুজিলার কাচালঙ নুদির পাড়ের লাইল্যাঘোনার ষাইট পুরিবার এখুন দিন গুনিতেছে কুন সমুয় তাঁগো বাসাবাড়ি নদীর পেটে ঢুকিয়া পড়ে। হেইখানের চাইর নম্বর ওয়ার্ডের জেঠা-জেঠিরা তাঁগো ভিাটমাটি রক্ষা করিতে প্রশাসুনের সাহার্য্য চাহিয়াছে। নুদির ভাঙ্গনে এরই মইধ্যে দশ পরিবারের বাসাবাড়ি নুদির পেটে গিয়াছে। তয় কাচুলং নুদির ভাঙ্গন বন্ধ করিতে না পারিলে হেইখানে এখুন ষাইট পুরিবারের জেঠা-জেঠিরা হ¹লই হারাইয়া পথে বুসিতে হইবে। যা মনে হইতেছে ভাঙ্গন বন্ধ করিতে প্রতিরোধক ব্যবুস্থা না কিরলে করুন অবুস্থার পরিস্থিতি হইবে, চিন্তায় আছি…

ভাইপো-রে পাহাড় সমতলে কতো রকুম-বেরকুমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
০৩ আগষ্ট ২০২৫ খ্রিঃ রবিবার