কাপ্তাইয়ে পুলিশের তল্লাশিতে তামার তারসহ পাচারকারী আটক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে যাত্রীবাহি সিএনজি তল্লাশি করে তামার তার সহ এক কারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার (৩১জুলাই) রাত ১০টায় অটোরিকশা করে অবৈধভাবে পাচারকালে রেশম বাগান এলাকায় এসব তার সহ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
থানা সুত্র জানায়, ১৫ কেজি তামার তারসহ পাচারকারী জাকির হোসেন (৩৮)কে আটক করে পুলিশ। আটক ব্যক্তি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মজিদপুর গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে বলে জানান।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ (ওসি) জানান, এসআই সাইমন এর নেতৃত্বে পুলিশের ফোর্স উপজেলার কাপ্তাই সড়কের রেশমবাগানস্থ চেকপোস্টের সামনে সিএনজি তল্লাশি করে তামার তার সহ পাচারকারীকে আটক হয়। তামার তারগুলো কর্ণফুলী পেপার মিলস্ কেপিএম এর বলেও জানান। এব্যাপারে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়।