অবৈধভাবে বালু উত্তোলনে রাঙ্গামাটিতে জরিমানা
॥ মনু মারমা ॥
পরিবেশের ক্ষতি করছে এমন ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন সোচ্চার রয়েছে। তারই অংশ হিসেবে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের রইন্ন্যাছড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে নগদ অর্থ জরিমানা সহ মুছলেখা আদায় করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট। বুধবার বিকেলে (৩০জুলাই) ভ্রাম্যমান আদালত পরিচালন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভুমি) কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া উত্তোলনকৃত বালুও জব্দ করা হয়েছে বলে সুত্র জানায়। সুত্র আরো জানায়, অবৈধভাবে বালু উত্তোলন করায় ফাহিম উদ্দিনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা টাকাও তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন তিনি। ফাহিম উদ্দিন ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড আর করবেন না বলে মুচলেকা দেন। অভিযানকালে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বড়াদম মৌজার কারবারি উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই লেকে এধরণের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।