খাগড়াছড়ির রামগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক রেহান উদ্দিন পুরস্কৃত
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
জন্ম ও মৃত্যু নিবন্ধনে জানুয়ারী ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত খাগড়াছড়ি জেলার রামগড় সদর ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় শ্রেষ্ঠ প্রশাসক হিসেবে জেলায় প্রথম স্থান অর্জন করেছেন রামগড় সদর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন। রবিবার (২৭ জুলাই) দুপুড়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে হল রুমে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ পুরস্কার তুলে দেন।
জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জেলা ট্রান্সফোর্স কমিটির বিশেষ সভায় রামগড় সদর ইউনিয়নকে ১ম নির্বাচিত করা হয়। খাগড়াছড়ির ৯টি উপজেলার ৩৮টি ইউনিয়নের মধ্যে জেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ নিশ্চিতকরণে শ্রেষ্ঠ প্রশাসক নির্বাচিত হয়েছেন রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা ও সদর ইউনিয়ন প্রশাসক ।
এসময় বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, জেলা সিভিল সার্জন, বিভাগীয় বন কর্মকর্তা খাাগড়াছড়ি মোঃ ফরিদ মিঞা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।