দীঘিনালায় বিদ্যুৎ অফিসের দূর্নীতিবাজদের অপসারনের দাবিতে মানববন্ধন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ঘুষ-দূর্নীতি, ভূতুরে বিদ্যুৎ বিলসহ দীঘিনালা বিদ্যুৎ অফিসের দূর্নীতিবাজদের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৭জুলাই) বিকাল ৩টায় দীঘিনালার ভূক্তভোগী সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজনে স্থানীয় জনসাধারণ এ বিক্ষোভ করেন।
দীঘিনালা সরকারি কলেজ গেইট হলুদ চত্বরের সামনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ঘুষ-দূর্নীতি, ভূতুরে বিদ্যুৎ বিলসহ দীঘিনালা বিদ্যুৎ অফিসের দূর্নীতিবাজদের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল শেষে মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন বিদ্যুৎ গ্রাহক মোঃ আশ্রাফুল ইসলাম, মোঃ মোবারক হেসেন ও আল আমিন হাওলাদার।
সমাবেশে বক্তরা বলেন, দীঘিনালায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, ট্রান্সফরমার সমস্যার সমাধান, মিটারের রিডিং অনুযায়ী সঠিক বিল প্রদান, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ, মেরুং ফিডারে বৈষম্য দূরীকরণ, লো-ভোল্টেজ সমস্যার সমাধান, জনবল ও পরিবহন বৃদ্ধি, অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে লাইন মেরামত বন্ধ, অগ্রিম বিল ফেরত প্রদান, জরুরি হেল্পলাইন চালু, অভিযোগ গ্রহণ ও নিয়মিত শুনানির ব্যবস্থা এবং সকল গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহে সমতা বজায় রাখা। আগামী এক সপ্তাহের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। সমাবেশ শেষে দীঘিনালা উপজেলা ইউএনও কে স্মারক লিপি প্রদান করা হয়।