[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিতরাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভারাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পানছড়িতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা উদ্যোগ প্রশংসনীয়

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
স্বেচ্ছাশ্রম, নাগরিক দায়িত্ববোধ এবং দেশপ্রেম এই তিনটি শক্তিকে সামনে রেখে শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিডি ক্লিন পানছড়ি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। উপজেলার প্রাণকেন্দ্র পানছড়ি বাজারের একটি বড় ডাস্টবিন পরিষ্কার করে এলাকার পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে সংগঠনটি।

সংগঠনটির বহু স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে পরিচালিত এই বিশাল পরিষ্কার-অভিযানটি শুরু হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের স্মরণে কালো ব্যাজ পরিধান করে। এরপর বিডি ক্লিনের নিয়মিত শপথ পাঠ অনুষ্ঠিত হয়, যেখানে স্বেচ্ছাসেবকরা দেশের জন্য সবসময় স্বেচ্ছাশ্রমে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উচিত মনি চাকমা, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

তাঁরা সবাই বিডি ক্লিনের কর্মকাণ্ডকে প্রশংসনীয় ও অনুকরণীয় বলে উল্লেখ করেন। অতিথিরা বলেন, দেশের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়, আমাদের প্রত্যেককেই নাগরিক দায়িত্ব পালন করতে হবে। বিডি ক্লিন সেটাই করে দেখিয়েছে। পানছড়িতে এ ধরনের যেকোনো ভালো কাজে আমরা তাদের পাশে আছি। এ সময় বিডি ক্লিন পানছড়ির স্বেচ্ছাসেবকরা জানান, বিডি ক্লিন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা নিজের এলাকা, নিজের দেশকে পরিচ্ছন্ন রাখতে কোনো পারিশ্রমিক ছাড়াই সবসময় কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

তারা আরও জানান, ভবিষ্যতেও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষের মধ্যেও পরিবেশ সচেতনতা তৈরি হয়। এমন উদ্যোগে সাধারণ এলাকাবাসীর মাঝেও দেখা যায় স্বস্তির ছাপ। বাজারের এক দোকানদার বলেন, এতোদিনে কেউ এসে বাজারের এই বড় ডাস্টবিনটা পরিষ্কার করল। সত্যিই বিডি ক্লিনকে ধন্যবাদ দিতে হয়।

বিডি ক্লিন পানছড়ির এই মহৎ উদ্যোগ শুধু একটি ডাস্টবিন পরিষ্কার করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি বার্তা— আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি, তাহলে বাংলাদেশ হতে পারে পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন দেশগুলোর একটি।