বরকলে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করল ৪৫ বিজিবি জোন
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
বরকল উপজেলায় ৪৫ বিজিবি জোনের উদ্যোগে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনকে সমৃদ্ধ করার লক্ষ্যে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরকলে ১শ ২৫ জন শীতার্তের মাঝে শীত বস্ত্র বিতরণ করল বরকল ৪৫ বিজিবি জোন ।
সোমবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বোট ঘাটে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। এর আগে বরকল জোনের আওতাধীন ধর্মীয় প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান,ক্লাব, হতদরিদ্র পরিবার ও দুস্থ মহিলা সহ বিভিন্ন পেশার জনসাধারণের মাঝে বিভিন্ন প্রকার মালামাল সামগ্রী ও নগদ অর্থ সহ সর্বমোট ৮৯ হাজার ১শ ৩০টাকা অনুদান দেন বরকল ৪৫ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল আলম। বিতরণ তালিকার মধ্যে রয়েছে কম্বল ৭৫টি, সোয়েটার ২৫টি,গেঞ্জি ২৫টি রয়েছে।
সভায় শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বরকল ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।অন্যান্যদের মধ্যে বরকল ৪৫ বিজিবি জোনের উপ-অধিনায়ক মোঃ আবুল বাশার মোশারফ প্রমূখ ছিলেন। এসময় বরকল ৪৫ বিজিবি জোনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন