খাগড়াছড়ির দীঘিনালায় কফি ও কাজুবাদামের চারা বিতরণ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
কৃষিই সমৃদ্ধি ধারন করনে খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৫-২৬ অর্থ বছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৬জুলাই) সকাল ১১টায় দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এসব চারা বিতরণ করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৭জন কৃষককে ৫হাজার ৬শত ৮০টি কফি চারা ও ৭জন কৃষককে ১হাজারর ৯শত ৮০টি কাজুবাদাম চারা ও সার বিতরন করেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা কৃষি উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা পরেশ চাকমা, কৃষি উপসহাকারি অফিসার সুপন চাকমা সহ উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ।
বিতরন কালে কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, বিগত কয়েক দশ ধরে সরকার চাচ্ছে পাহাড়ে উচ্চ মূল্যের ফসল সম্প্রসারন করতে এর ধারাবাহিগতায় কফি ও কাজুবাদম চাষ করলে বাজারজাত করতে কৃষকের কোন টেংশন করতে হবে না, ইতিমধ্যে বান্দারবান বালাঘাটে ১৭টি কাজুবাদাম ও কফি সংরক্ষনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আধুনিক ভাবে কফি ও কাজুবাদাম চাষে বিভিন্ন কৃষক প্রশিক্ষণ ও হাতে কলমেও প্রশিক্ষণ মাধ্যমে চাষ সর্ম্পকে ধারন দেয়া হয়েছে। পাহাড়ে এই উচ্চ মূল্যের কফি ও কাজুবাদাম চাষ করে কৃষকরা স্বাবলম্বাী হতে পারবে এবং উদ্যোক্তাও হতে পারবে।